1. সমুদ্রের নিচের সব কিছু খুঁজতে গিয়ে আমরা অনেক কিছুই খুঁজে পায়। যেমন এবার আমরা সমুদ্রের নিচে কয়েকটি হোটেলের খোঁজ পেলাম। এমনই এক বিস্ময়কর হোটেল হলো প্লানেট ওশান আন্ডারওয়্যাটার হোটেল!
এই হোটেলটির অবস্থান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। প্রবাল দ্বীপ রক্ষা করার স্লোগানে উদ্বুদ্ধ হয়েই বানানো এই হোটেলটি স্থান পরিবর্তন করতেও সক্ষম!
এখানে রয়েছে ১২টি গেস্টরুম এবং ডাইনিংরুমও রয়েছে। হোটেলের লবিও রয়েছে এখানে। সমুদ্রপৃষ্ঠ হতে ২৮ ফিট নিচে এই হোটেলটির অবস্থান। এলিভেটরের সাহায্যে গ্রাহকদের সমুদ্রের ওপর হতে নিচে নিয়ে আসতে হয়। এই হোটেলে থাকতে গেলে প্রতিরাতে আপনাকে গুণতে হবে ৩ হাজার ডলার!
তবে টাকার খরচ যায়ই হোক না কেনো ভ্রমণপিপাসুদের জন্য এটি একটি আদর্শ স্থান বলা যায়।
2. আপনি কী কখনও ভাবতে পারবেন পানির গ্রীণ হাউজের কথা? যা আপনার কল্পনায় কখনও আসেনি সেই জিনিস এবার আপনি স্বচোক্ষে দেখতে পাচ্ছেন! হ্যাঁ ঠিক তাই পানির নিচে পৃথিবীর প্রথম গ্রীণহাউজ!পৃথিবীতে এমন অনেক গ্রীণ হাউজ প্রকল্প রয়েছে তবে এর বেশিরভাগই কিন্তু মাটির ওপরে অবস্থিত। তবে ইটালির এই গ্রীণ হাউজটি একেবারে পানির নিচে অবস্থিত। ওশান রিফ গ্রুপ এই ধরনের ৫টি ডুবন্ত জৈবমন্ডল বানিয়েছে।
সমুদ্রপৃষ্ঠ হতে এই গ্রীণহাউজটি ২০ ফুট নিচে অবস্থিত। যেসব এলাকার মাটিতে সারের পরিমাণ অনেক কম, সেইসব এলাকায় কিভাবে ফসল উৎপাদন করা সম্ভব, তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো এই পানির নিচের গ্রীণ হাউজটি!
সত্যিই এমন একটি গ্রীণ হাউজ দেখে আমাদের যেনো বিস্ময়ের কোনো সীমানা থাকে না! আর আপনি যদি স্বচোক্ষে এই গ্রীণ হাউজটি দেখতে চান তাহলে আপনাকে ইটালী যেতে হবে।
3 . সমুদ্রের নিচে মাছের বসবাস আমরা দেখে থাকি। সেইসব দৃশ্য দেখে আমরা বিস্মিত হই। কিন্তু আমরা কখনও ভাবিনি যে সমুদ্রের নিচে কোনো হোটেল থাকতে পারে! আজ জেনে নিন সমুদ্রের নিচে বিস্ময়কর হোটেল দ্য ওয়াটার ডিসকাস সম্পর্কে!
এই বিস্ময়কর হোটেলটি অবস্থিত মধ্যপ্রাচ্যের দুবাইয়ে। এই হোটেলটির ডিজাইন স্বতন্ত্র। সমুদ্রের নিচে এই হোটেলে অবস্থান করে খুব কাছ থেকে দেখা যায় সমুদ্রের নিচের প্রাণীদের জীবন সম্পর্কে।
তবে সমুদ্রের অজানা নানাসব প্রাণীদের দেখতে কিন্তু আপনাকে কখনও পানিতে ভিজতে হবে না! ভবিষ্যতের বাড়ির ডিজাইনগুলোর মধ্যে এই বাড়িটিই হলো অন্যতম এবং বিস্ময়কর। ২০১২ সালে এই বাড়ি বানানোর ঘোষণা দেওয়ার পর পুরো বিশ্বজুড়ে যেনো এক বিস্ময়ের রব ওঠে। কেও কী কখনও ভাবতে পেরেছেন যে সমুদ্রের নিচে এমন একটি হোটেল প্রতিষ্ঠা করা যাবে? তারপর এই হোটেলটি প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয়। এই হোটেলটি তৈরিতে খরচ হয়েছিলো ৪ কোটি ৫০ লাখ ডলার। এই হোটেলটি প্রতিষ্ঠার পর থেকে বিদেশী পর্যটকরা যান এখানে বিস্ময়কর হোটেলের স্বাদ নিতে। সত্যিই যেনো এক নৈসর্গ!
0 Comments